শাহ আমানত বিমানবন্দরে বিক্ষোভ, ভাঙচুর
ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের যাত্রীরা তীব্র দুর্ভোগে পড়েছেন। ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তাদের খাবারের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ যাত্রীদের। একপর্যায়ে যাত্রী বিমানবন্দরে বিক্ষোভ করেন এবং এ সময় কিছু চেয়ার ভাঙচুর করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, আজ শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৩টা থেকে ৪টার মধ্যে দিল্লি, মাস্কাট ও কুয়েত থেকে তিনটি ফ্লাইট শাহ আমানতে অবতরণ করে। এই ফ্লাইটগুলোতে এক হাজারেরও বেশি যাত্রী ছিলেন। তাদের অনেকের বিমানে করে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে তাদের দীর্ঘ অপেক্ষার পরেও কোনো খাবার সরবরাহ করা হয়নি। পরে সকাল ও বিকেলে ফ্লাইটগুলো ঢাকায় আসে।
দীর্ঘ সময় ধরে খাবারের ব্যবস্থা না করায় যাত্রীদের ক্ষুব্ধ হন। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবস্থাপনার প্রতিবাদ করেন এবং চেয়ার ভাঙচুর করেন। এর ফলে বিমানবন্দরের সম্পত্তির ক্ষতি হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা ও খাবারের ব্যবস্থা না থাকায় যাত্রীরা অধৈর্য হয়ে পড়েন। বিক্ষোভের সময় কিছু চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)