মুন্সীগঞ্জে ফার্নিচারের ১৫ দোকান পুড়ে ছাই
মুন্সীগঞ্জে ফার্নিচারের ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। মীরকাদিম পৌর এলাকার কাঠপট্টিতে গতকাল শনিবার রাত ১২টায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তেই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। এতে ভস্ম হয়ে যায় ফার্নিচারের দোকান ও কারখানা। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, আগুনের ঘটনা টের পেয়ে প্রথমে নিজেদের চেষ্টায় নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সময় লেগে যায় এক ঘণ্টা। ততক্ষণে পুড়ে যায় ১৫টি দোকান।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু ইউসুফ জানান, সাড়ে ১২টার দিকে তাঁরা খবর পান। সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জের দুটি ইউনিট এবং মীরকাদিমের দুটি ইউনিট সেখানে পৌঁছে। চারটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আবু ইউসুফ আরও জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।