মুন্সীগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/27/munshigonj-pic.jpg)
মুন্সীগঞ্জে সদরে ফিরিঙ্গিবাজার এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মহসিন (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেনের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মহসিন সদর উপজেলার রঘুরামপার মৃত আফতাব আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৭ সালের ২৯ নভেম্বর সকালে সদর উপজেলার ফিরিঙ্গিবাজার এলাকায় কারখানায় কর্মরত মায়ের কাছ থেকে নিজ বাসায় ফেরার পথে তুলে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন মহসিন। এ ঘটনায় পরের দিন সদর থানায় শিশুটির বাবা বাদী মামলা করেন। পরে পুলিশ মহসিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
মামলার তদন্ত শেষে আসামি মহসিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্যগ্রহণ শেষে ধর্ষণের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত যুবক মহসিনকে এ কারাদণ্ডের আদেশ দেন আদালত।