মৃত্যুর ৯ দিন পর ঘর ভেঙে মাইজভাণ্ডারী ভক্তের লাশ দাফন নিয়ে উত্তেজনা
মৃত্যুর নয় দিন পর পাকা ঘরের দেয়াল ভেঙে মাগুরায় তৈয়ব আলী নামের এক মাইজভাণ্ডারী ভক্তের লাশ দাফন করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আজ সোমবার দুপুরে মাগুরা পৌর এলাকার কাশিনাথপুর কারিগরপাড়ায় উত্তেজনার মধ্যেই আলেম-ওলামাদের নেতৃত্বে হাজারো মানুষের উপস্থিতিতে স্থানীয় কবরস্থানে মৃতদেহটি দাফন করা হয়েছে।
কাশিনাথপুর মসজিদের ইমাম মো. উজির আলী বলেন, ‘কারিগরপাড়ার বাসিন্দা তৈয়ব আলী (৬৫) মাইজভাণ্ডারী ও লালন শাহ-এর ভক্ত। তিনি নিজ ঘরে গত ২২ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান। গ্রামবাসীরা দাফন করতে চাইলে মৃত ব্যক্তির অছিয়ত মোতাবেক তার ভাতিজা আহাদ আলী জানাজা শেষে জানালাবিহীন একটি পাকা ঘরে রেখে পরের দিন দরজা ইট দিয়ে বন্ধ করে দেন। এরপর ঝিনাইদাহ, কুষ্টিয়া, যশোরসহ বিভিন্ন জেলার মাইজভাণ্ডারী ভক্ত অনুসারীরা ওই ঘরের সামনে মমবাতি জ্বালিয়ে গান-বাজনা শুরু করলে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।’
ইমাম মো. উজির আলী আরও বলেন, ‘ইসলামে এ ধরনের দাফন জায়েজ না থাকায় গ্রামবাসী, স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে মৃত্যুর নয় দিন পর আজ তার ঘরের দেয়াল ভেঙে লাশ কবরস্থানে দাফন করা হয়।’