শামা ওবায়েদের ১৩ কোটি টাকার সম্পদ, স্বামীর ৬৯ কোটি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ফরিদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
৫২ বছর বয়সী এই বিএনপিনেত্রীর হলফনামা বিশ্লেষণে দেখা যায়, মোট ১৩ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা মূল্যের সম্পদের মালিক তিনি–এর মধ্যে অস্থাবর ৪ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০৬, স্থাবর ৯ কোটি।
শামা ওবায়েদের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে–নগদ ২ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৮৯৪ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩০ লাখ ৩৩ হাজার ৯১২ টাকা, শেয়ার বন্ড ও ঋণপত্রে বিনিয়োগ ৫০ লাখ টাকা, একটি জিপ গাড়ি ৩০ লাখ টাকা ও গহনা ৫০ তোলা।
শামা ওবায়েদের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে– বাড়ি/অ্যাপার্টমেন্ট ৯ কোটি টাকা (বর্তমান আনুমানিক মূল্য)।
শামা ওবায়েদ ইসলামের স্বামী মুস্তাজিরুল শোভন ইসলামের সম্পদের পরিমাণ ৬৯ কোটি ৪০ লাখ ৭৬ হাজার ৮০–এর মধ্যে অস্থাবর ১৭ কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ৮০, স্থাবর ৫১ কোটি ৪৫ লাখ।
পেশায় ব্যবসায়ী শামা ওবায়েদের বাৎসরিক আয় দেখিয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা–অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা; শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা ৪৬ হাজার ৪০৪ টাকা, চাকরি থেকে ৭ লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা ও সম্মানী ভাতা ৯৬ হাজার টাকা। তবে ব্যবসা থেকে আয়ের ঘর ফাঁকা রেখেছেন তিনি।
বিএনপিনেত্রী শামা ওবায়েদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল, তবে তিনি সেটি পরিত্যাগ করেছেন বলে হলফনামা থেকে জানা গেছে।
উল্লেখ্য, ফরিদপুর-২ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আমিনুল ইসলাম নাবিল