মেঘনায় জেলেদের হামলায় নিখোঁজ কোস্ট গার্ড সদস্যের লাশ উদ্ধার

বরিশালের মেঘনা নদী থেকে আজ বৃহস্পতিবার উদ্ধার করা হয় কোস্টগার্ড সদস্য নাবিক পারভেজের লাশ। ছবি : সংগৃহীত
নিখোঁজের দুই দিন পর বরিশালের মেঘনা নদী থেকে কোস্ট গার্ড সদস্য নাবিক পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এস এম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহসিন রহমান বলেন, ‘ব্যাপক তল্লাশি চালানোর পর কোস্ট গার্ড পারভেজের লাশ উদ্ধার করেছে।’
জানা গেছে, মঙ্গলবার ভোরে হিজলার মেমানিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের ট্রলারের সঙ্গে কোস্ট গার্ডের ট্রলারের সংঘর্ষ হয়। এতে কোস্ট গার্ডের দুইজন সদস্য নদীতে পড়ে যায়। এরপর থেকে পারভেজ নামে এক সদস্য নিখোঁজ ছিল।