মেঘনায় ট্রলার-স্পিডবোটের সংঘর্ষে এডিসিসহ আহত ৬
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ট্রলার ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. শাহিদুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ ও এনডিসি মো. রাজিব হোসেনসহ পাঁচজন। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মেঘনার মজুচৌধুরীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী ১২ ডিসেম্বর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ডেজিং কাজের উদ্বোধন করার কথা রয়েছে। এজন্য আজ মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ফেরার পথে মজুচৌধুরীর হাট এলাকায় ট্রলারের সঙ্গে তাদের স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বসহ ছয়জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে রাতেই জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম হাসপাতালে আহতদের দেখতে যান।