মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, দুজনের লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের কাছে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ আজ শুক্রবার সকালে উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের কাছে মেঘনা নদীতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলারে থাকা বাকি নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মৃত জেলেরা হলো রাজীব (১২) ও ইনসাফ (১৪)। তাদের দুজনের বাড়ি চর কৈলাশ হাতিয়া বলে জানা যায়।
হাতিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনির জানান, গতকাল মধ্যরাতের কোনো এক সময়ে উক্ত স্থানে মাছ ধরার ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ডুবে যাওয়া মাছ ধরার নৌকাটিতে ১১ জন জেলে ছিল। দুজন ছাড়া বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় ঘটনার পর তাদের উদ্ধার করা দুষ্কর হয়ে পড়ে। পরে আজ শুক্রবার সকালের দিকে অন্য জেলেদের সহযোগিতায় নিখোঁজ দুজেলের লাশ উদ্ধার করা হয়। লাশগুলো হাতিয়ায় তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।