মেহেরপুর জেলা পরিষদে চেয়ারম্যান পদে আ.লীগের ২ বিদ্রোহীসহ ৩ প্রার্থী
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও একই দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই বিদ্রোহী প্রার্থী। এ পদে তিনটি মনোনয়নপত্রই জমা পড়েছে। ফলে সব কিছু ঠিকঠাক থাকলে এ পদে লড়বেন তিনজন। এদিকে, সদস্য পদে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন।
আজ বৃহস্পতিবার জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) অ্যাডভোকেট আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদ সাদিক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী জেলা পরিষদের সদস্য সাবেক প্রশাসক গোলাম রসুল ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সদস্য জয়নাল আবেদিন মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া সাধারণ সদস্য ১ নং ওয়ার্ডে (মুজিবনগর উপজেলায়) ছয়জন, ২ নং ওয়ার্ডে (সদর উপজেলা) তিনজন ও ৩ নং ওয়ার্ডে (গাংনী উপজেলা) ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।