মোংলায় ৫৫ সুন্ধি কচ্ছপ জব্দ, একজন আটক

মোংলায় বিলুপ্ত প্রায় মিঠা পানির সুন্ধি প্রজাতির কচ্ছপসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার রাত ১০টার দিকে দিগরাজ বাজার এলাকা থেকে কচ্ছপসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. তৌহিদ সরদার (৩০)।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মোংলা বন্দরের শিল্প এলাকা সংলগ্ন দিগরাজ বাজার এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ওই এলাকা থেকে ৫৫টি কচ্ছপ জব্দসহ তৌহিদ সরদারকে আটক করে অভিযানকারীরা। তিনি অন্য জায়গা থেকে এ কচ্ছপগুলো সংগ্রহ করে তা বিক্রির জন্য দিগরাজে নিয়ে আসেন। জব্দকৃত ওই কচ্ছপ ও আটককৃত ব্যক্তিকে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগই আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে এবং জব্দকৃত বিলুপ্তপ্রায় সুন্ধি প্রজাতির এ কচ্ছপগুলো তাদের পছন্দনুযায়ী জায়গায় অবমুক্ত করবে বলেও জানায় কোস্ট গার্ড।