মোখায়  ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের মানুষের পাশে দাঁড়াল নৌবাহিনী

Looks like you've blocked notifications!
মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের মানুষকে আজ মঙ্গলবার খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয় নৌবাহিনী। ছবি : আইএসপিআর

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের জনসাধারণকে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে নৌবাহিনী। আজ মঙ্গলবার (১৬ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিচালকের পক্ষে সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।