মোটরসাইকেল চুরির ঘটনায় একজন রিমান্ডে

Looks like you've blocked notifications!
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফাইল ছবি এনটিভির

রাজধানীর ওয়ারীতে মোটরসাইকেল চুরির মামলায় এক আসামির এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম এই আদেশ দেন। 

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো আসাদুজ্জামান আসামি মো. কাজেম আলীকে (৩৮) হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। 

ওয়ারী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক সালোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন। 

নথি থেকে জানা গেছে, গত ৩০ এপ্রিল রাতে ওয়ারী থানাধীর ভজহরি সাহা রোডের বাসার সামনে থেকে আশিকুর রহমান নামের একজনের টিভিএস মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে বাদী বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে থানা এলাকায় ডিউটিতে থাকা পুলিশ বাদীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চোরকে ওয়ারী থানাধীন টিপু সুলতান রোডের উত্তরা ব্যাংকের সামনে থেকে আটক করে। পরে আটক আসামির কাছ থেকে বাদীর চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় চুরি যাওয়া মোটরসাইকেল মালিক ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।