মোটরসাইকেল থামালেন স্থানীয়রা, অস্ত্রসহ ব্যাগ রেখে পালালেন তিন যুবক

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলে করে ঘোরাফেরা করছিলেন তিন যুবক। এ সময় তাঁদের সঙ্গে থাকা খেলার ব্যাগ দেখলে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা মোটরসাইকেল থামিয়ে যুবকদের বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে ব্যাগটি ফেলে দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান তাঁরা। পরে ব্যাগটি তল্লাশি করে দুটি দুই নলা বন্দুক এবং দুটি কার্তুজ পাওয়া যায়। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
অস্ত্রগুলো উদ্ধারের পর পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ অস্ত্র ও কার্তুজগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, গতকাল দুপুর দেড়টার দিকে তিন যুবক মোটরসাইকেল নিয়ে কাঞ্চনা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় খেলার ব্যাগ দেখে তাঁদের সন্দেহ হলে ওই যুবকদের থামানো হয়। একপর্যায়ে ওই যুবকেরা কৌশলে ব্যাগটি রাস্তার ওপর ফেলে দিয়ে পালিয়ে যায়।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বলেন, কাঞ্চনা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে। কারা এটি ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, আগামী ৭ ফেব্রুয়ারি কাঞ্চনাসহ সাতকানিয়ার ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র ব্যবহারের জন্য বহন করা হচ্ছিল বলে সন্দেহ করছেন অনেকে।