ময়মনসিংহে পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ
গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি ও তার অঙ্গসংগঠন। আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।
বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।
প্রতিবাদ সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জনগণের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়।’