ময়মনসিংহে যানজট নিরসনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু
ময়মনসিংহ শহরে যানজট নিরসনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। আজ বুধবার থেকে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ।
এ ক্র্যাশ প্রোগ্রামের মধ্যে রয়েছে শহরের মাঝখান দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ড বাস এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস শহর বাইপাস সড়ক দিয়ে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ, সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড সরানো।
ময়মনসিংহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাফিক বিভাগ জানায়, গত ৩০ বছরে ময়মনসিংহ শহরের সরু রাস্তাগুলো প্রশস্ত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু যানবাহন বেড়েছে প্রায় ৩০ গুণ। ফলে কর্মজীবী শ্রমজীবী শিক্ষার্থীসহ সব মানুষের চলাচলে সৃষ্টি হতো ধীরগতি। গন্তব্যে পৌঁছাতে পাঁচ মিনিটের পথে লাগত কখনো ঘণ্টার পর ঘণ্টা। ফলে অধিক যানবাহনের চাপে শহরে যানজটে নাকাল হতো নগরবাসী। এতে যানজট সামলাতে ট্রাফিক বিভাগকে গলদঘর্ম হতে হয়েছে।
ট্রাফিক বিভাগের তথ্য মতে, ময়মনসিংহ শহরের মাঝ দিয়ে উত্তরবঙ্গের প্রায় অর্ধশতাধিক যাত্রীবাহী বাস ঢাকায় চলাচল করত। আজ থেকে সেই বাসগুলো শহরের বাইরে বাইপাস রাস্তা দিয়ে চলাচল করানো শুরু করা হয়েছে। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নটর ডেম কলেজের প্রায় ডজনখানেক স্টুডেন্ট বাস চলত শহরের প্রধান সড়ক দিয়ে। এই বাসগুলোর জন্য শহরের চরপাড়া, ত্রিশাল বাসস্ট্যান্ড, নতুন বাজার এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকত। এ ছাড়া বাসগুলো টাউনহল এলাকায় পার্ক করে রাখায় যানজট দ্বিগুণ বেড়ে যেত। আজ থেকে বাসগুলো চলতে শুরু করেছে কেওয়াটখালী-কালিবাড়ী হয়ে। আর বাসগুলো পার্ক করা থাকবে কাচিঝুলি এলাকায় রাস্তার পাশে সড়ক ও জনপথের উন্মুক্ত স্থানে। অন্যদিকে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় যানজটের অন্যতম কারণ সিএনজিচালিত অটোরিকশাগুলো রাস্তার পাশে খালি জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। শহরের যানজট নিরসনে আরও কিছু সিদ্ধান্ত ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। তবে প্রাথমিকভাবে যান চলাচল এবং পার্ক করার বিষয়ে আজ থেকে যে তিনটি সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, তাতে প্রায় ২০ শতাংশ যানজট কমবে বলে ট্রাফিক বিভাগ মনে করে।