যশোরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
বিয়ের ১০ বছর পর একসঙ্গে চার সন্তানের মা হলেন শারমিন আক্তার শম্পা নামে যশোরের এক নারী। শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।
বর্তমানে ওই চার নবজাতকের মধ্যে তিনজন ও তাদের মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
ওই নারীর স্বজনরা জানায়, যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্যা ২০১২ সালে শারমিন আক্তার শম্পাকে বিয়ে করেন। শম্পার জরায়ুতে সমস্যার কারণে ১০ বছর ধরে তিনি সন্তান ধারণ করতে পারছিলেন না। চিকিৎসার এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। প্রসব বেদনা ওঠায় সোমবার বিকেলে তাকে যশোর শহরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়।
চার নবজাতকের বাবা কুদ্দুস মোল্যা চার মাস আগে চাকরি নিয়ে মালয়েশিয়ায় যান। চার সন্তানের জনক হওয়ার খবর শুনে তিনিও খুব খুশি।
কুইন্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর কবু জানান, তিনটি শিশু ও তাদের মা পুরোপুরি সুস্থ আছে। একটি শিশুর ওজন কম হওয়ায় পাশের একটি হাসপাতালে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। দ্রুতই শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।