‘যানজট কমাতে ৬৪টি পার্কিং স্পেসের অনুমোদন’
রাজধানীতে যানজট কমাতে ৬৪টি পার্কিং স্পেসের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ১৩তম সভায় এ কথা জানান ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নাগরিকদের সুবিধার্থে মোট ৬৪টি পার্কিং স্পেস অনুমোদন দেওয়া হচ্ছে। এ ছাড়া ঢাকা মহানগর থেকে আন্তজেলা বাস টার্মিনাল বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ক্রমান্বয়ে সরিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয়েছে।’ এ ছাড়া বৈঠকে রাজধানীর সড়কের পাশে বাস-বে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী আরো বলেন, ফুটপাত দখলমুক্ত করার কোনো বিকল্প নেই। ফুটপাত দখলমুক্ত করতে দুই সিটি করপোরেশনের মেয়ররা যথাযথ পদক্ষেপ নেবেন।

নিজস্ব প্রতিবেদক