যুদ্ধজাহাজ রাঙামাটি সবার জন্য উন্মুক্ত
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে সর্বস্তরের মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ রাঙামাটি। আজ শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডাকাতিয়া নদীতে অবস্থান করে যুদ্ধজাহাজটি।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাহাজটি ঢাকা থেকে চাঁদপুরে এসে পৌঁছায়। এরপরই তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
দর্শনার্থী হাসিব ও ওমর বলেন, ‘প্রথমবারের মতো যুদ্ধজাহাজের সরঞ্জাম দেখেছি। এখানে আসায় অনেক কিছু জানতে পারলাম। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনীও। মহান বিজয় দিবসে যুদ্ধজাহাজটি আমাদের জন্য উন্মুক্ত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’
কোস্ট গার্ডের রাঙামাটি জাহাজের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, যুদ্ধজাহাজ রাঙামাটির দৈর্ঘ্য ৭৫ ফুট, প্রস্থ ২০ ফুট। এই জাহাজটির গতি ঘণ্টায় ১০ নটিক্যাল মাইল। এ জাহাজে একটি ২০ মিলিমিটারের মাঝারি জাহাজ ও বিমান বিধ্বংসী কামান রয়েছে। এ ছাড়া জাহাজে ২৭ জন নাবিক এবং একজন অফিসার রয়েছেন। সাব মিশাইল গান, এন্টি এয়ারক্রাফট গান, লাইফ বোটসহ আরও বেশ কিছু অস্ত্র রয়েছে এতে।