ঋণখেলাপীর দায়ে মনোনয়নপত্র বাতিল স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী তানভীর হুদার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণখেলাপী থাকায় এবং হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় তানভীর হুদা নির্বাচনে অংশ নিতে পারছেন না।
ইসি সূত্রে জানা গেছে, তানভীর হুদার মনোনয়নপত্র দাখিল করার পর গত ৩ জানুয়ারি রিটার্নিং অফিসার ও চাঁদপুর জেলা প্রশাসক হলফনামায় ১ শতাংশ ভোটারদের ১০ জনের মধ্যে যাচাইবাছাই করে ৫ জনের স্বাক্ষর ও সত্যায়ন বিষয়ে গরমিল পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তানভীর হুদা নির্বাচন কমিশনে আপিল করলে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ৬ কমিশনারের সমন্বয়ে গঠিত আপিল অথরিটি তানভীর হুদার বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি কর্তৃক গত ৭ জানুয়ারির আদেশ অনুযায়ী ব্যাংক ঋণখেলাপী হিসেবে গণ্য হওয়ায় তাঁর নির্বাচন আপিল (নং ১৬৫/২০২৬) গত ১২ জানুয়ারি (সোমবার) খারিজ ও নামঞ্জুর করে দেন।
পরবর্তীতে তানভীর হুদা গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) পাওনাদার জনতা ব্যাংকে প্রায় ৭ কোটি টাকার বেশি ঋণের মধ্যে ৪০, ৯০,০০০/-(চল্লিশ লাখ নব্বই হাজার) টাকা পরিশোধ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আগের আদেশ পুনর্বিবেচনার আবেদন করলে তাও গতকাল বুধবার (১৪ জানুয়ারি) খারিজ ও নামঞ্জুর করে আগের আদেশ বহাল রাখেন।
এতে তানভীর হুদা আর আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

এনটিভি অনলাইন ডেস্ক