যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়লে প্রণোদনা দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে তা রোধ করা সম্ভব না। তবে দেশের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সিরাজগঞ্জে আজ শুক্রবার এসএমই শিল্প ও বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এ সময় মন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবির পণ্য বিক্রির হার বাড়ানো হবে। দেশের এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া হবে। ২০২১ সালে আমরা স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করেছি। এই সময়ে আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। আগামীতে আরও উন্নয়ন হবে। এক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা আমাদের একত্রে মোকাবিলা করতে হবে।
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এফবিসিসিআই ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য কাজ করছে। দায়িত্ব নেওয়ার পর পরই করোনার প্রভাব মোকাবিলায় সারা দেশের চেম্বারগুলোকে সক্রিয় করে জনসচেতনতা বৃদ্ধিতে এক কোটি মাস্ক বিতরণ করা হয়েছে। আমরা আগামী বাজেট নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছি। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কি কি সমস্যা রয়েছে, আমাদের লিখিতভাবে জানান। আমরা সরকারকে বিষয়টি বলব।’
সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্যর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম নাদেল, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ প্রমুখ। মেলায় পণ্য কেনাবেচার শতাধিক স্টলসহ বিনোদনের নানা আয়োজন রয়েছে। উদ্বোধনী দিনে মেলায় দর্শনার্থীদের ভিড় রয়েছে।