দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে অভিযান, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জ সদর উপজেলা, বন্দর ও সোনারগাঁয়ে অভিযান চালিয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স। বিভিন্ন অপরাধে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিভিন্ন বাজার তদারকি করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার কাঁচপুর অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূইয়া এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে মূল্যতালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা ও কেনার ভাউচার সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ‘আক্তার স্টোর’কে ৫ হাজার টাকা ও ‘সাজু স্টোর’কে ৪ হাজার টাকা এবং কাঁচপুর কাঁচাবাজারে একই অপরাধে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’কে ২ হাজার টাকা ও ‘ফয়সাল স্টের’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে বাসি গ্রিল বিক্রি ও সংরক্ষণের দায়ে এবং অস্বাস্থ্যকর উপায়ে ফ্রিজে খাবার সংরক্ষণের দায়ে ‘ভোজন বিলাস রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভুইঘর কাঁচাবাজারে মূল্যতালিকা প্রদর্শন না করে অধিকমূল্যে পণ্য বিক্রি করে সবজি ও মাংসের বাজারকে অস্থিতিশীল করার দায়ে ‘তিন ভাই স্টোর’কে ৩ হাজার টাকা, ‘শরীয়তপুর স্টোর’কে ২ হাজার টাকা, ‘আশিক স্টোরকে’২ হাজার টাকা, ‘শাহ আলম স্টোর’কে ২ হাজার টাকা এবং ‘বিসমিল্লাহ খাসির মাংসের দোকান’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. সেলিমুজ্জামান জানান, বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনে মোট ১০টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।