যুবদলের সাধারণ সম্পাদক মুন্না রিমান্ডে

Looks like you've blocked notifications!
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার মামলায় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। 

এদিন রাজধানীর শাহজাহানপুর থানা নাশকতার মামলায় সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে, তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে দুদিন রিমান্ডের আদেশ মঞ্জুর করেন। 

যুবদলের নেতা মুন্নার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, গতকাল বুধবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না। এদিন সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গত বছরের ৭ ডিসেম্বর শাহজানপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় আজ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।