রংপুরে কূপে আটকাপড়া নির্মাণশ্রমিককে ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার
রংপুরের বদরগঞ্জে কূপ খনন করতে গিয়ে বালু ধসে আটকেপড়া নির্মাণশ্রমিক আবু হাসানকে অবশেষে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল চারটা থেকে রাত দুইটা পর্যন্ত টানা ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে, তাঁকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন।
গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে ওই নির্মাণ শ্রমিককে ২০ ফুট গভীর থেকে উপরে তুলে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এক্ষেত্রে সম্পূর্ণ সনাতন পদ্ধতি অবলম্বন করেন তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, শনিবার বিকেলে বালু ধসে মাটির নিচে আটকা পড়েন নির্মাণশ্রমিক আবু হাসান। তাঁকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হয়। সনাতন পদ্ধতি অবলম্বন করায় প্রায় দশ ঘণ্টা সময় লাগলেও উদ্ধার অভিযান সফল হয়েছে। এ অভিযানে ফায়ার সার্ভিসের রংপুর ও বদরগঞ্জের তিনটি ইউনিট কাজ করে।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাশপিয়া তাসরিন জানান, বদরগঞ্জ পৌর এলাকার বালুয়া ভাটা গ্রামের বাবুল দাসের বাড়িতে টয়লেটের কূপ খননে সকাল থেকে কাজ করছিলেন আবু হাসানসহ তিন শ্রমিক। বিকেলের দিকে খনন করা কূপ থেকে উপরে উঠতে গিয়ে বালু ধসে ২০ ফুট নিচে আটকা পড়েন আবু হাসান। উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আবু হাসানকে। ওই শ্রমিক কূপের ভেতরে আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়।