রংপুর মেডিকেলে এমআরআই-আল্ট্রাসনোগ্রাম-ইসিজি কক্ষে আগুন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি কক্ষে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের নিচতলার আল্ট্রাসনোগ্রাম, এমআরআই ও ইসিজি কক্ষে আকস্মিক আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরিফুল ইসলাম বলেন, ‘ওই বিল্ডিংটি অনেক পুরোনো এবং বৈদ্যুতিক ওয়্যারিং নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি আমরা।’
হাসপাতালের কর্মচারী ও রোগীদের স্বজনেরা জানান, হঠাৎ করে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতালে অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তার সঠিক তদন্ত দাবি করেছেন তারা।