রওশন এরশাদ সিএমএইচে ভর্তি
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মামুন হাসান আজ শুক্রবার জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়।
মামুন হাসান আরও জানান, রওশন এরশাদ রোজা রাখছিলেন। প্রচণ্ড গরমে গতকাল তাঁর শরীরে পানিশূন্যতা দেখা দেয় ও পেটে গ্যাস হয়। এ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর করোনাভাইরাস পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে।
তবে বর্তমানে রওশন এরশাদ সুস্থ আছেন এবং আগামীকাল অথবা পরশু দিন তিনি বাসায় ফিরে আসতে পারেন বলে জানান একান্ত সচিব।