রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে রবীন্দ্রসংগীত পরিবেশন করছে এক খুদে শিল্পী। ছবি : এনটিভি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিশু একাডেমি। আজ রোববার কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে বিচারক হিসেবে আব্দুল বারী ও মনি খন্দকার এবং রবীন্দ্রসংগীতে রকিবুল আলম শাহিদ, ফৌজিয়া জাহান ওপেল ও মাইকেল আন্দ্রীয় দায়িত্ব পালন করেন।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা জানান, রবীন্দ্রসংগীতে ছয়জন এবং কবিতা আবৃত্তিতে নয়জনকে পুরস্কৃত করা হবে। কবি নজরুলজয়ন্তীতে তাদের পুরস্কার প্রদান করা হবে।
০৬ আগস্ট ২০২১
০৫ আগস্ট ২০২১