রাজধানীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
রাজধানীতে চোর সন্দেহে হৃদয় (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সবুজবাগ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, রাজধানীর সবুজবাগে রাস্তার পাশে হৃদয় নামের এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, এমন খবর পেয়ে গতকাল রাতে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, রাতে চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে যান স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।