ধামরাইয়ে ‘ক্লুলেস’ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, মূলহোতা আটক

ধামরাইয়ে চাঞ্চল্যকর ক্লুলেস (সূত্রহীন) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার (১৭ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১২ মার্চ ধামরাই থানার কুল্লা আকসিনগর হাউজিং প্রকল্প থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির দুই হাত-পা বাঁধা ছিল এবং চেহারা বিকৃত করা হয়েছিল। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং জানতে পারে, নিহত ব্যক্তি একজন অটোরিকশা চালক ছিলেন। তদন্তের একপর্যায়ে মো. হালিম (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে হালিম স্বীকার করেন যে, তিনি একজন পেশাদার অটোরিকশা ছিনতাইকারী। গত ৯ মার্চ তিনি তার দুই সহযোগীকে নিয়ে এক অটোরিকশা চালককে অপহরণ করেন। এরপর চালকের হাত-পা রশি দিয়ে বেঁধে জবাই করে হত্যা করেন। হত্যার পর তারা অটোরিকশা ও মোবাইল নিয়ে পালিয়ে যান। পরে মোবাইলটি তিন হাজার টাকায় বিক্রি করে দেন।
র্যাব জানিয়েছে, বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।