রাজধানীর বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭২

রাজধানীর বিশেষ অভিযানে ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে চলা এ অভিযান চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে আজ দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার রাত থেকে রাজধানীজুড়ে ব্লক রেইড শুরু করে পুলিশ। পুলিশের দাবি—ওয়ারেন্টের আসামি, মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের ধরতে এ অভিযান চলছে। এ অভিযান চলতে থাকবে সামনের দিনগুলোতেও।
তবে, গতকাল রাজধানীর কাকলীর কয়েকটি হোটেল ও মেনে ব্লক রেইড শুরুর সময় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম এনটিভি অনলাইনের কাছে দাবি করেছিলেন, ‘আদালত প্রাঙ্গন থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের অবস্থানের তথ্য থাকায় কয়েকটি হোটেল ও মেসে এ অভিযান চালানো হচ্ছে।’
যদিও বনানীর কাকলীর অভিযান শেষে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, ‘অন্যান্য দিনের মতোই এটি একটি অভিযান।’ পরে এক প্রশ্নে তিনি বলেন, ‘পুলিশ ব্লক রেইড দেয়, তল্লাশি চালায় কোনো অভিযোগ ইনফরমেশন অবশ্যই থাকে। আজকে এখানেও যখন অভিযান চালাই, অবশ্যই তার আগে আমাদের কাছে কিছু ইনফরমেশন ছিল। এখানে জঙ্গি অপরাধী চাঁদাবাজ থাকতে পারে, এমন একটি ইন্টেলিজেন্স আমাদের কাছে ছিল। এই ইন্টেলিজেন্সের ভিত্তিতে আমরা পুরো এলাকা একটি করডোনের মধ্যে এনে আজকে আমরা এই ব্লক রেইডটা চালিয়েছি।’
কাকলীর অভিযান ছাড়াও তেজগাঁও, মহাখালী দৈনিক বাংলার মোড় এলাকায় ব্লক রেইড চালায় পুলিশ। জঙ্গি, সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামি ধরতেই এই অভিযান বলছে পুলিশ। সব মিলিয়ে পুলিশের ১ ডিসেম্বর থেকে চলা বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৪৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, ‘আমাদের বিশেষ অভিযানে অনেকে গ্রেপ্তার হচ্ছেন। যাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত রয়েছেন।’
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে রাস্তার দুদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ চেকপোস্ট বসানো হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
এর আগে ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তর থেকে এক চিঠির মাধ্যমে দেশজুড়ে বিশেষ অভিযান চালানোর জন্য পুলিশের সব ইউনিটের প্রধান, জেলার পুলিশ সুপার ও ওসিদের নির্দেশনা পাঠানো হয়।