রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প 

Looks like you've blocked notifications!
ভূমিকম্পের প্রতীকী ছবি। ছবি : পিক্সাবে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক তিন। আজ শুক্রবার (৫ মে) সকাল ৫টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

তবে, প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি জানিয়ে পোস্ট করেছেন।

এর আগে সর্বশেষ গত ৩০ এপ্রিল দুপুরে চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাই নামক স্থানে।