রাজনৈতিক দল নিবন্ধনের তিনটি ধারা অযৌক্তিক : ইসলামী ঐক্যজোট
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর তিনটি ধারাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। তিনি ওই ধারাগুলো পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি বিশ্ব পরিস্থিতি তুলে ধরে বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেওয়ায় সরকার যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার সঙ্গে একাত্মতা পোষণ করছি।
একইসাথে সরকারি অফিস-আদালত এবং মন্ত্রী-এমপিসহ সকল স্তরের সরকারি কর্মকর্তা ও বিত্তশালীদের আগামী ছয় মাসের জন্য এয়ারকন্ডিশনার বন্ধ রাখতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার অফিস আদালত এবং বিত্তশালীদের বাসাবাড়ির এসি বন্ধ রাখা কোনো অসম্ভব বিষয় নয়। এজন্য প্রয়োজন সদিচ্ছা ও কঠোর পদক্ষেপ।
অপর এক প্রশ্নের জবাবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, কতিপয় চক্রান্তকারীর কথায় প্ররোচিত হয়ে কিছু নিরীহ আলেম এখনো কারাভোগ করছেন। অন্যদিকে যারা তাদের উসকে দিয়েছিলেন, সেসব মাস্টার মাইন্ডরা সরকারি নেতা মন্ত্রীদের সাথে বিভিন্ন পার্টি করে বেড়াচ্ছে। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এবং নিরপরাধ আলেমদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।