রাজপথ এখন বিএনপির দখলে : টুকু
‘রাজপথ এখন বিএনপির দখলে’ জানিয়ে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আওয়ামী লীগ যতই গর্জন ছাড়ুক কোনো লাভ হবে না। এবার তাদের পতন নিশ্চিত। আমাদের নেতাকর্মীরা রাজপথে নেমেছে। তাই এবার আর রক্ষা নেই ক্ষমতাসীন সরকারের।’
আজ বুধবার (১০ মে) রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় টুকু এসব কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, ‘জনগণ প্রস্তুত হয়ে আছে চূড়ান্ত আঘাতের জন্য। সারাদেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে। জনগণের আক্রোশ থেকে এই সরকার রেহাই পাবে না। এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সফল করব।’
দেশে ধনী-গরিবের বৈষম্য চরম আকার ধারণ করছে জানিয়ে টুকু বলেন, ‘ধনীরা আরও ধনী হচ্ছে। আর দ্রব্যমূল্য ও জীবনযাপনের ব্যয় বৃদ্ধিতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণি বিলুপ্ত হয়ে সর্বহারা শ্রেণিতে পরিণত হচ্ছে। এই অচলাবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে দেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণিকে ঘুরে দাঁড়াতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহসভাপতি হারুন অর রশীদ শিশির, মহসিন মোল্লা, সহসাধারণ সম্পাদক নাসিরুদ্দিন রুমন, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান সুমন প্রমুখ।