রাজশাহীতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে তিনজন কারাগারে
রাজশাহীতে অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে ফাঁসাতে গিয়ে তিন ব্যক্তি ধরা খেয়েছেন। পুলিশ তাঁদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ রোববার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন নগরীর অলকার মোড় এলাকার প্রতাপ সরকার (৪২), বোয়ালিয়াপাড়া এলাকার মো. মাসুম (৩৫) এবং সাহেববাজার মাস্টারপাড়া এলাকার শহিদুল হাসান ওরফে রনি (৩৫)।
আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে প্রতাপ সরকার আরএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) খবর দেন, বোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা গোলাম আজম হোসেন ওরফে বাবুর একতলা বাড়ির ছাদে একটি কাটা বন্দুক রয়েছে। ডিবি পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রটি জব্দ করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে বাবুকে ফাঁসাতে বাড়ির কার্নিস বেয়ে ছাদে উঠে অস্ত্রটি রাখা হয়েছে। তাই প্রথমেই প্রতাপকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তিনি স্বীকার করেন রনি, মাসুমসহ তারা তিনজন বাবুকে ফাঁসানোর জন্য অস্ত্র রেখেছেন। পরে অভিযান চালিয়ে রনি ও মাসুমকে আটক করা হয়।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।