রাজশাহীতে করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জন এবং উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে।
পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৬১ জন। আর, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬২ জন। হাসপাতালের ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে ৪৯৮ জন।
এদিকে, জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো তথ্যে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার জেলার এক হাজার ৪৫২ জনের নমুনা পরীক্ষা করে ২৭০ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ, আগের দিন যা ছিল ১৬ দশমিক ১৬ শতাংশ।