রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জনের করোনা পজিটিভ ছিল এবং আট জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এ ছাড়া অপর তিন জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল পরিচালক জানান, মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর পাঁচ জন, নাটোরের চার জন, চাঁপাইনবাবগঞ্জের তিন জন, পাবনার তিন জন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।
এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩৯ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ৩৯১ জন রোগী ভর্তি রয়েছে।