রাতে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে : বিটিআরসি
আজ বুধবার রাতভর মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।
বিটিআরসি জানিয়েছে, আজ বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য আজ রাতে আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে। এ বিষয়ে আগে থেকেই সতর্ক করেছে বিটিআরসি।