সব ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন বাংলাদেশে সব ধর্মীয় উৎসবই ভয়হীন ও আনন্দময় পরিবেশে পালিত হবে। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সমাজের সব ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালনের এবং নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ মনোযোগী হওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে উপদেষ্টা এসব কথা বলেন। পূজা মন্দিরে অংশগ্রহণকারী ভক্তদের সঙ্গে কথা বলার সময় তারা জানান, শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা ভক্তিভরে ধর্মীয় উৎসব পালন করতে পারছেন।
সমাজকল্যাণ উপদেষ্টা আরও জানান, প্রতিটি পূজা মণ্ডপে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “সহায়তা ডেস্ক” চালু রাখা হয়েছে। সারাদেশে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এক লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ৯ হাজার ৩৫৩ জনসহ মোট এক লাখ ৭৩ হাজার ৮৭৭ জন দায়িত্ব পালন করছেন।
জরুরি প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল-ফ্রি হটলাইন ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১০৯ সার্বক্ষণিক চালু রয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণকক্ষের নাম্বারগুলো সক্রিয় রাখা হয়েছে : ০১৯২০-৯৫০১৫২, ০১৭৪৯-৮১৯৪২২, ০১৭১১-৫৯৮০৭, ০১৯৫৮-১৯৩২৪১।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নাগরিকরা তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করলে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারও বক্তব্য দেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। সব ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদের একসঙ্গে বসবাস ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেন।
উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।