রামপালে বৈদ্যুতিক টাওয়ারে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
বাগেরহাটের রামপালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ তানভীর (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র সংলগ্ন কন্যাডুব চরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে৷ নিহত কিশোর একই গ্রামের নজরুল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের নদীর তীরে বৈদ্যুতিক তারের সংযোগ স্থাপনের জন্য বাঁশ দিয়ে অয়াস্থী টাওয়ার নির্মাণ করা হয়েছিল৷ সোমবার বিকেলে তানভীরসহ আরও তিন-চারজন শিশু-কিশোর খেলা করতে গিয়ে ওই টাওয়ারে ওঠে। খেলা করার একপর্যায়ে সে পা পিছলে বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়৷ এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তারে ঝুলে থাকে৷
খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়৷ পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে৷