রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারত থেকে কয়লার প্রথম চালান আসছে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ভারত থেকে প্রথম কয়লার চালান আসছে। গতকাল শুক্রবার দুপুরে কয়লার চালান নিয়ে জাহাজটি কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের (কলকাতা পোর্ট) নেতাজি সুভাষ ডক (এনএসডি) থেকে মোংলা বন্দরের উদ্দেশে রওনা দেয়। এর উদ্বোধন করেছেন কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার।
এই তাপবিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে বাংলাদেশ ও ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নামে যৌথ বিনিয়োগের মাধ্যমে। ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন লিমিটেড (এনটিপিসি) ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)- এই দুটি কোম্পানি এখানে বিনিয়োগ করেছে।
কলকাতা বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দর পর্যন্ত আসতে তিন থেকে চারদিন সময় লাগবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। প্রথম চালানের চার হাজার মেট্টিক টন কয়লা ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ থেকে সংগ্রহ করা। প্রতি মাসে ২০ হাজার মেট্টিক টন কয়লা ভারত থেকে রামপালে আসবে।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উপপরিচালক মো. রেজাউল করিম আজ শনিবার বলেন, ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে খুবই উন্নতমানের কয়লা ব্যবহার করা হবে। এখন যে কয়লা আসছে এটি দিয়ে শুধু কয়লা সংরক্ষণের জন্য তৈরি গুদামের মেঝে তৈরির কাজ করা হবে।’