ঈদের ছুটি শেষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা আটদিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।
আজ শনিবার (৫ এপ্রিল) সকালে মাছ রপ্তানির মধ্যদিয়ে বন্দরে ব্যবসায়ী কার্যক্রম শুরু হয়। এরপর সিমেন্ট, তুলা, প্লাস্টিকসামগ্রীসহ অন্যান্য পণ্য প্রবেশ করে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, সকাল ১০টার দিকে পাঁচটি ট্রাকে করে ২৫ মেট্রিক টন বরফাকৃত মাছ বন্দরে আসে। এরপর অন্যান্য পণ্যবাহী ট্রাকগুলো আসে। ওজন ও কাগজপত্র পরীক্ষা করে রপ্তানির জন্য মাছসহ অন্যান্য পণ্যের ছাড়পত্র দেওয়া হয়।
গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে দুদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আখাউড়া স্থলবন্দরে আটদিনের ছুটি ঘোষণা করা হয়। এ সময় আমদানি-রপ্তানিসহ সবধরনের বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার ছিল স্বাভাবিক।