বিদ্যুতের শকে মাদ্রাসার সাত শিক্ষার্থীসহ আহত ৮
ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একটি মহিলা মাদ্রাসার একজন আয়া এবং সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), ভাদুঘর এলাকার কবির হোসেনের মেয়ে নুসরাত (১১), একই এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে তাইসান (৫) ও মাদ্রাসার আয়া আলেয়া বেগম (২২)। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ও দুজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন : কুমিল্লায় চোরের উপদ্রব, অতিষ্ঠ নগরবাসী
মাদ্রাসার শিক্ষক ক্বারি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ভবনের চতুর্থ তলা থেকে একটি কাপড় নিচে পড়ে বিদ্যুতের তারে আটকে যায়। আয়া আলেয়া জানালা দিয়ে একটি স্টিলের পাইপ ব্যবহার করে কাপড়টি নামানোর চেষ্টা করেন। পাইপটি তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে স্পর্শ করলে রুমে থাকা সাত শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার পর আহতদের প্রথমে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ছয়জনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাসিম খান জানান, আটজন বার্ন (দগ্ধ) রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুইজনকে সার্জারি ওয়ার্ডে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুন : এবার মোদিকে ‘খুনি’ বললেন ট্রাম্প
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুর রেজা জানান, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি, তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া