রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় হেলপার আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/29/arrest-01.jpg)
রাজধানীর রামপুরায় বাসচাপায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ঘটনায় বাসচালকের সহকারী (হেলপার) চান মিয়াকে রাজধানীর সায়েদাবাদ থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এসএসপি) আ ন ম ইমরান খান জানান, আজ ভোরে তাকে সায়েদাবাদ এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, নিহত শিক্ষার্থী মাইনুদ্দিন একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের বাসায় ফিরছিলেন। মাইনুদ্দিনের বাবা রামপুরায় একটি চায়ের দোকান চালান। দুই ভাই ও এক বোনের মধ্যে মাইনুদ্দিন সবার ছোট। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।