ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১২ পুণ্যার্থী নিহত
ইউরোপের বলকান অঞ্চলের দেশ ক্রোয়েশিয়ায় একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ১২ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
ইউরোপের বলকান অঞ্চলের দেশ ক্রোয়েশিয়ায় একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে অন্তত ১২ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। নিহতদের প্রত্যেকেই পোল্যান্ডের নাগরিক এবং বেশ বয়োজ্যেষ্ঠ বলে জানা গেছে। তবে নিহতদের মধ্যে চালক নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিবিসির প্রতিবেদনে আজ শনিবার এসব তথ্য জানানো হয়।
খ্রিস্টধর্মের সেন্ট জোসেফ ক্যাথলিক গোষ্ঠী আয়োজিত ভ্রমণে বাসটিতে করে পোল্যান্ড থেকে লোকজন বসনিয়ার একটি ক্যাথলিক তীর্থস্থানে যাচ্ছিলেন।
ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের উত্তরপূর্বাঞ্চলীয় জ্যারেক বিসাস্কি থেকে পোডভোরেকের পথে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে আজ শনিবার সকালে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। পোল্যান্ডের দুজন মন্ত্রী ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক