মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০
মেক্সিকোর মানচিত্র
মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩২ জন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির ভেরাক্রুজ রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের জন্তেকোমাটলান শহরে বড় দিনের উৎসব চলার সময় এ বাস দুর্ঘটনা ঘটে। বাসটি এ সময় রাজধানীর মেক্সিকো সিটি থেকে চিকনটেপেক গ্রামের দিকে যাচ্ছিল।
জন্তিকমাটলান শহরের মেয়রের অফিস থেকে বলা হয়, নিহতদের মধ্যে ৯ জন পূর্ণবয়স্ক এবং এক শিশু রয়েছে। মেয়রের অফিস থেকে আরও জানানো হয়েছে, ৩২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যানবাহনের কারগরি ত্রুটি ও অতিরিক্ত গতির কারণে মেক্সিকোতে প্রায়ই বাস ও ট্রাক দুর্ঘটনা ঘটে থাকে। গত নভেম্বরে দেশটিতে একই ধরনের দুর্ঘটনায় মিকোয়াকান রাজ্যে ১০ জন নিহত ও ২০ জন আহত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক