মেক্সিকোতে বিমান দুর্ঘটনায় নিহত ৬
মেক্সিকোর সান মাতেও আতেনকো পৌরসভায় বিমান দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালান উদ্ধার কর্মীরা। ছবি : এএফপি
মেক্সিকোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সান মাতেও আতেনকোতে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
রাজ্যের বেসামরিক সুরক্ষা সমন্বয়ক আদ্রিয়ান হার্নান্দেজ রোমেরো সাংবাদিকদের জানান, দুর্ঘটনাটি টোলুকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫ দশমিক ৭ কিলোমিটার দূরে একটি শিল্প এলাকায় ঘটে। বিমানটিতে পাইলট ও কো-পাইলটসহ মোট ১০ জন আরোহী ছিলেন।
সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিজ নিরা জানান, বিধ্বস্ত বিমানটি জেট প্রো নামক একটি কোম্পানির। নিহত ছয়জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে এই ঘটনায় ভূমিতে থাকা কেউ আহত হননি।
রাজ্যের বেসামরিক সুরক্ষা সংস্থা জনসাধারণকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। জরুরি সেবা কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এনটিভি অনলাইন ডেস্ক