মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৩, আহত ৯৮
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ২৫০ জন আরোহী নিয়ে একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হলে ১৩ যাত্রী নিহত এবং ৯৮ জন আহত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা এএফপির।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলের ওয়াক্সাকা রাজ্যের রেলপথের দায়িত্বে থাকা দেশটির নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় ট্রেনটির লোকোমেটিভগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। প্রাথমিকভাবে নৌবাহিনী ২০ জন আহত হওয়ার কথা জানালেও দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে জানায়, ৯৮ জন আহত হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছে ১৩ জন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম জানিয়েছেন, তিনি নৌবাহিনীর সেক্রেটারিসহ অন্যান্য পদস্থ কর্মকর্তাদের ওই এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেখানে দুর্ঘটনার শিকার লোকজনের পরিবারগুলোকে সহায়তা করতে বলেছেন।
দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনটি মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন করে।
২০২৩ সালে মেক্সিকোর দক্ষিণপূর্ব অঞ্চলের উন্নয়নের জন্য সে সময়কার প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর উদ্যোগে অবকাঠামো প্রকল্পের আওতায় এই রেলপথের উদ্বোধন করা হয়।
গত ২০ ডিসেম্বর একই রুটে রেললাইন পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাকের সঙ্গে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক