তুরস্কে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্য আটক
তুরস্কে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর প্রায় ১১৫ জন সন্দেহভাজন সদস্যকে আটক করা হয়েছে। বড়দিন ও নববর্ষের উৎসবে তারা হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলি এই তথ্য জানিয়েছেন।
ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।
ইস্তাম্বুল প্রধান কৌঁসুলির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, আইএস সন্ত্রাসী সংগঠনটি উৎসবের মৌসুমে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোট ১৩৭ জনকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযানের পর তাদের মধ্যে ১১৫ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তুরস্কের সঙ্গে সিরিয়ার ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে এখনও বিভিন্ন জিহাদি গোষ্ঠী সক্রিয়। গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সেখানে সংঘটিত একটি হামলার জন্য আইএসকে অভিযুক্ত করা হয়। ওই হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)