বিক্রি হয়ে গেল পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিক্রি হয়ে গেল পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ (পিআইএ)। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসলামাবাদে অনুষ্ঠিত এক রুদ্ধশ্বাস ও প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে সংস্থাটির ৭৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছে স্থানীয় বিনিয়োগকারী গোষ্ঠী আরিফ হাবিব কনসোর্টিয়াম। পাকিস্তানের ইতিহাসে এটিই এখন পর্যন্ত বৃহত্তম বেসরকারিকরণ প্রক্রিয়া হিসেবে চিহ্নিত হচ্ছে।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই নিলামে আরিফ হাবিব কনসোর্টিয়াম সর্বোচ্চ ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি (প্রায় ৪৭৩ মিলিয়ন ডলার) দর হাঁকিয়ে জয়ী হয়। নিলামে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, যাদের সর্বশেষ প্রস্তাব ছিল ১৩৪ বিলিয়ন রুপি। এছাড়া বেসরকারি এয়ারলাইন্স এয়ার ব্লু-ও নিলামে অংশ নিয়েছিল, তবে তাদের প্রস্তাব ছিল তুলনামূলক অনেক কম (২৬.৫ বিলিয়ন রুপি)। সরকারের পক্ষ থেকে পিআইএর ভিত্তি মূল্য ধরা হয়েছিল ১০০ বিলিয়ন রুপি, যা নিলামের মাধ্যমে অনেক বেশি দামে বিক্রি হয়েছে।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, বিক্রয়লব্ধ এই বিশাল অর্থের ৯২ দশমিক ৫ শতাংশ সরাসরি পিআইএর উন্নয়ন, বহর আধুনিকায়ন ও আর্থিক সংস্কারে বিনিয়োগ করা হবে। বাকি ৭ দশমিক ৫ শতাংশ অর্থ সরকারি কোষাগারে জমা হবে। এছাড়া শর্ত অনুযায়ী, আগামী পাঁচ বছরে নতুন মালিকপক্ষকে এই এয়ারলাইন্সে আরও ৮০ বিলিয়ন রুপি অতিরিক্ত বিনিয়োগ করতে হবে।
নিলামের পর এক প্রতিক্রিয়ায় শিল্পপতি আরিফ হাবিব বলেন, পিআইএ আমাদের জাতীয় প্রতিষ্ঠান এবং একসময়ের বিশ্বসেরা এয়ারলাইন্স। আমরা এর হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য বর্তমানের ১৮টি বিমানের বহর দ্রুততম সময়ে বাড়িয়ে অন্তত ৩৮টিতে উন্নীত করা। এই কনসোর্টিয়ামে ফাতিমা ফার্টিলাইজার, একেডি গ্রুপ ও লেক সিটি হোল্ডিংসের পাশাপাশি পরবর্তীতে পাকিস্তানের শক্তিশালী প্রতিষ্ঠান ফৌজি ফার্টিলাইজার কোম্পানি (এফএফসি) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা এই মালিকানা গোষ্ঠীকে আর্থিকভাবে আরও শক্তিশালী করবে।
দীর্ঘদিন ধরে চরম অব্যবস্থাপনা ও ঋণের বোঝা বয়ে বেড়ানো পিআইএকে বাঁচাতে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতে পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এর আগে গত বছর পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হলেও এবার রেকর্ড মূল্যে বিক্রির মাধ্যমে সংস্থাটির ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।

এনটিভি অনলাইন ডেস্ক