খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের প্রতিশ্রুতিশীল বন্ধু : শাহবাজ শরিফ
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তাঁর সারাজীবনের সেবা একটি স্থায়ী অবদান রেখে যাচ্ছে। খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের একজন প্রতিশ্রুতিশীল বন্ধু।
শাহবাজ শরিফ আরও জানান, এই শোকের মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে। এই কঠিন সময়ে আমাদের সমবেদনা ও প্রার্থনা তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর আত্মাকে শান্তি দিন। আমিন!
পৃথক বার্তায় দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শোক জানিয়েছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করে বলেন, বেগম জিয়ার নেতৃত্ব এবং দেশসেবা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বার্তায় বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুঃখজনক প্রয়াণে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।
খালেদা জিয়া কেবল বাংলাদেশের রাজনীতিতে নন, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও এক প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দ্রুততম সময়ে আসা এই শোকবার্তাগুলো তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের আন্তর্জাতিক স্বীকৃতিরই বহিঃপ্রকাশ।

এনটিভি অনলাইন ডেস্ক