ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিতে ইরান প্রস্তুত : বিপ্লবী গার্ডের প্রধান
ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরান তার শত্রু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইরানে চলমান বিক্ষোভের পেছনে দেশ দুটির নেতাদের জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
রাষ্ট্রীয় টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে মোহাম্মদ পাকপুর বলেন, শত্রুর ভুল হিসাবনিকাশের ঘটনায় চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত সৈন্যরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ইরানের তরুণদের খুনি’ হিসেবে অভিহিত করেছেন আইআরজিসির কমান্ডার।
নরওয়ে-ভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বুধবার জানিয়েছে, বিক্ষোভে দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৩ হাজার ৪২৮ জন প্রাণ হারিয়েছে এবং আরও ১০ হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।
আইএইচআর জানায়, ইরানের স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নতুন তথ্যের ভিত্তিতে তারা এ পরিসংখ্যান জানিয়েছে।
সংগঠনটির পরিচালক মাহমুদ আমিরি-মোঘাদ্দাম রাস্তায় বিক্ষোভকারীদের ‘গণহত্যার’ নিন্দা জানিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক